ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ৫ ইয়াবা ব্যবসায়ী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
বরগুনায় ৫ ইয়াবা ব্যবসায়ী কারাগারে

বরগুনার আমতলীতে ৯৮ পিস ইয়াবাসহ পাঁচ ইয়াবা ব্যবসায়ীকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বরগুনা: বরগুনার আমতলীতে ৯৮ পিস ইয়াবাসহ পাঁচ ইয়াবা ব্যবসায়ীকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক বৈজয়ন্ত বিশ্বাস তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার গোলবুনিয়া গ্রাম থেকে ১৮ পিস ইয়াবাসহ আলমগীর (৩০), পৌর শহরের কালিবাড়ী গ্রাম থেকে ৮০ পিস ইয়াবাসহ হাবিবুর রহমান ফকির (৪৫), বেলাল হোসেন (২২), শহীদুল ইসলাম (৪২) ও লোকমান গাজীকে (৪৫) আটক করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বাংলানিউজকে জানান, পাঁচ ইয়াবা ব্যবসায়ীকে ৯৮ পিস ইয়াবাসহ আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।