ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে শীতার্তদের কম্বল দিলেন ডিআইজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
রংপুরে শীতার্তদের কম্বল দিলেন ডিআইজি কম্বল বিতরণ করেছেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক (বিপিএম, পিপিএম)।

রংপুর: শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক (বিপিএম, পিপিএম)।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুর রেঞ্জ ডিআইজি অফিস চত্বরে ব্যক্তিগত তহবিল থেকে দুই শতাধিক ভাসমান শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় ডিআইজি বলেন, রংপুরে তীব্র শীত। এতে গরিব মানুষদের কষ্ট হচ্ছে। অবস্থাশালী ব্যক্তিরা এসময় গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদ (পিপিএম বার), চৌধুরী মঞ্জুরুল করিম (পিপিএম বার), অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, সাইফুর রহমান সাইফ (এ সার্কেল), রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।