ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পাঁচ মাদক বিক্রেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
বগুড়ায় পাঁচ মাদক বিক্রেতা কারাগারে

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ও তিন পুরিয়া হেরোইনসহ আটক পাঁচ মাদক বিক্রেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ও তিন পুরিয়া হেরোইনসহ আটক পাঁচ মাদক বিক্রেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
 
শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


 
আটকরা হলেন- উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামের নাসির সরকারের ছেলে জুয়েল হোসেন, ওমর আলীর ছেলে রমজান আলী, থালতা মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের ইয়ার উদ্দিনের ছেলে আবু সাঈদ, ওসমান আলীর ছেলে গোলাম মোস্তফা ও পৌর এলাকার দামগাড়া গ্রামের মাদারতোলার হোসেন আলীর ছেলে জুয়েল হোসেন।
 
সন্ধ্যায় নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।
 
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলায় তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
   
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এমবিএইচ/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।