ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ইমতিয়াজ নামে বাড়িটি ভাড়া নেয় জঙ্গিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
ইমতিয়াজ নামে বাড়িটি ভাড়া নেয় জঙ্গিরা আশকোনায় জঙ্গিদের ভাড়া নেওয়া বাড়ি/ ছবি- জি এম মুজিবুর

চলতি বছরের সেপ্টেম্বরে ইমতিয়াজ নামে এক ব্যক্তি বাড়িটি ভাড়া নেয় বলে জানিয়েছেন বাড়িওয়ালার মেয়ে। বাড়িওয়ালা জামাল হোসেন কুয়েত প্রবাসী।

ঢাকা: চলতি বছরের সেপ্টেম্বরে ইমতিয়াজ নামে এক ব্যক্তি বাড়িটি ভাড়া নেয় বলে জানিয়েছেন বাড়িওয়ালার মেয়ে। বাড়িওয়ালা জামাল হোসেন কুয়েত প্রবাসী।

মেয়ে জোনাকি রাসেল বলেন, গত সেপ্টেম্বর মাসে ইমতিয়াজ নামে এক লোক বাসাটি ১০ হাজার টাকায় ভাড়া নেয়। স্ত্রী ও বোন থাকার কথা বলে বাড়িটি ভাড়া নেওয়া হয়।  

বাবা যেহেতু দেশে নেই আর তিনিও (জোনাকি রাসেল) বাড়িতে থাকতেন না তাই জঙ্গিদের বিষয়ে তেমন নজরদারি করা যায়নি বলে জানান জোনাকি।

তিনি আরো জানান, জঙ্গিরা বাসা থেকে খুব একটা বের হতো না। এমন কিছু ঘটবে তা ধারণা করাও সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।