ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে সাড়ে ৯শ’ বোতল ফেনসিডিল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
মুন্সীগঞ্জে সাড়ে ৯শ’ বোতল ফেনসিডিল জব্দ মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে একটি পাথর বোঝাই ট্রাক থেকে সাড়ে ৯শ’ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে একটি পাথর বোঝাই ট্রাক থেকে সাড়ে ৯শ’ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ।

 

শনিবার (২৪ ডিসেম্বর) ভোরে জেলার সরকারি হরগঙ্গা কলেজের পরিত্যক্ত ছাত্রাবাসের সামনে থেকে এগুলো জব্দ করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইউনুছ আলী বাংলানিউজকে জানান, শনিবার ভোরে মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের পরিত্যক্ত ছাত্রাবাসের সামনে পাথর বাঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে পাথরের নিচে থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা থেকে সাড়ে ৯শ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ বিষয়ে বিকেলে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।