ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

চাটখিলে মাদকসেবীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
চাটখিলে মাদকসেবীর কারাদণ্ড

নোয়াখালীর চাটখিল উপজেলায় মাদক সেবন ও বহনের দায়ে সুমন হোসেন (২৩) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় মাদক সেবন ও বহনের দায়ে সুমন হোসেন (২৩) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিঞা এ কারাদণ্ডাদেশ দেন।

সুমন হোসেন উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের দক্ষিণ রামনারায়নপুর গ্রামের আবদুল মতিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে রামনারায়নপুর গ্রামের মল্লিকা দিঘির পাড় এলাকায় সুমন হোসেনকে ইয়াবা ও গাঁজা সেবন অবস্থায় আটক করা হয়। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে আদালত তাকে মাদক সেবন ও বহনের দায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিঞা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।