ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে আগুনে ৭ দোকান পুড়ে ছাই

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
রাঙামাটিতে আগুনে ৭ দোকান পুড়ে ছাই রাঙামাটিতে আগুনে ৭ দোকান পুড়ে ছাই-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটির লংগদু উপজেলার কাঠালতলা এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭টি দোকান। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলার কাঠালতলা এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭টি দোকান। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাঠালতলা এলাকার সাবেক মেম্বর প্রবির চাকমা ওরফে কেমির মায়ের চায়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে লংগদু সেনা জোনের সেনা ও লংগদু থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগেই পুড়ে ছাই হয়ে যায়, সুমন চৌধুরীর গ্যাস সিলিন্ডার ও কীটনাশকের দোকান, প্রবির মেম্বরের চায়ের দোকান, আব্দুস সাত্তারের মুদি দোকান, সোহরাব হোসেনের মুদি দোকান, মো. মহসিনের মুদি দোকান, বাবুলের চায়ের দোকান ও আমীর হোসেনের চায়ের দোকান।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
আরবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।