ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
বরিশালে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা বরিশালে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা-ছবি: বাংলানিউজ

গির্জায় গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে বরিশালে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা।

বরিশাল: গির্জায় গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে বরিশালে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা।

প্রার্থনা ছাড়াও এ সম্প্রদায়ের সবার মিলনমেলায় পরিণত হয়েছে নগরীর ক্যাথলিক, ব্যাপ্টিস্ট ও অক্সফোর্ড মিশনের গির্জাগুলো।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই পুরোপুরি বড়দিনের আমেজে মেতে উঠেছে বরিশালের খ্রিস্টান সম্প্রদায়ের নারী-পুরুষসহ শিশুরা।

একই সঙ্গে বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

বিভিন্ন গির্জা ও মহল্লাগুলো সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। এছাড়া ক্রিসমাস ট্রি, গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলপনাসহ সাজানো হয়েছে বিভিন্ন সাজে।

গির্জার পাশাপাশি মহল্লা ও বাড়িগুলোতেও চলছে ক্রিসমাস ট্রিসহ নানান সজ্জার প্রস্তুতি। এরই মধ্যে নগরীর বিভিন্ন খাবার রেস্টুরেন্ট ও হোটেলগুলোতে বিশেষ সাজগোজ ও আয়োজন করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) ফরহাদ সরদার বাংলানিউজকে জানান, সবাই আনন্দঘন পরিবেশে যাতে ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করতে পারে, সে লক্ষ্যে মেট্রোপলিটন এলাকার চার্চগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। রয়েছে মোবাইল টিমসহ সাদা পোশাকধারী পুলিশও। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এমএস/আরবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।