ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
বরিশালে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

বরিশালে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ শাহেরি আক্তারের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার বিশ্বাসের হাট এলাকায় কড়ইতলা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বরিশাল: বরিশালে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ শাহেরি আক্তারের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার বিশ্বাসের হাট এলাকায় কড়ইতলা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

শাহেরি রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. গোলাম সরোয়ার জাহানের মেয়ে।

সাহেবেরহাট বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম বলেন, সকালে কড়ইতলা নদীতে শাহেরির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তারা সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠান।
 
ওসি আরো বলেন, শুক্রবার রাত ৮টায় যাত্রীবাহী দু’টি স্পিডবোটের সংঘর্ষে ডা. গোলাম সরোয়ারের স্ত্রী নেশপতি বেগম (৩৫) ও মেয়ে শাহেরির মৃত্যুর ঘটনায় শনিবার ৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
এ ঘটনায় স্পিডবোট মালিক সমিতির সভাপতি কালাম শরীফ ও সম্পাদক মো. মনিরুজ্জামানকে আটক করা হয়। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ডি‌সেম্বর ২৫, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।