ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
ঘাটাইলে মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ঘাটাইলে মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ-ছবি: বাংলানিউজ

টাঙ্গাইলের ঘাটাইলে ২১০ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ২১০ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ হাউজ বিল্ডিং কর্পোরেশনের সাবেক এমডি নুরুল আলম তালুকদারের উদ্যোগে  উপজেলা হলরুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন-নুরুল আলম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীন, সাবেক পৌর মেয়র হাসান আলী মিয়া, জি বি জি কলেজের অধ্যক্ষ শামছুল আলম মণি, মুক্তিযোদ্ধা জেলা সহকারী কমান্ডার মো. আব্দুর ছাত্তার ভূঁইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।