ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে আলু বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
সিরাজগঞ্জে আলু বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২

সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে ট্রাক খাদে পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক ব্যবসায়ী।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে ট্রাক খাদে পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম জানা যায়নি। তবে তারা ব্যবসায়ী বলে ধারণা করছে পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে জানান, আলু বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গ থেকে ঢাকা যাচ্ছিল। সন্ধ্যায় কড্ডার মোড়ে এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় ট্রাকের ওপরে থাকা তিন ব্যবসায়ী আলুর বস্তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।