ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হিলিতে বিদেশি পিস্তলসহ আটক ১

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
হিলিতে বিদেশি পিস্তলসহ আটক ১ হিলি সীমান্ত থেকে অস্ত্রসহ গোলাপ হোসেন আটক

দিনাজপুরের হিলি সীমান্ত থেকে অস্ত্রসহ গোলাপ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্ত থেকে অস্ত্রসহ গোলাপ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাতে হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১৪নং সাব পিলারের এলাকাধীন ফকিড়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গোলাপ হোসেন একই এলাকার মৃত সবেদ আলীর ছেলে।

বিজিবি জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ইমতিয়াজ হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সীমান্তের ফকিড়পাড়া গ্রামে গোলাপ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময়একটি ইউএসএ’র তৈরি নাইন এমএম বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ তাকে আটক করা হয়।

গোলাপ হোসেনকে হাকিমপুর থানায় সোর্পদ করা হয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।