ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে অগ্নিকাণ্ডে শিশুসহ দগ্ধ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
চাঁদপুরে অগ্নিকাণ্ডে শিশুসহ দগ্ধ ২

চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডে সুনিল হরিজন (১৬) ও বীর হরিজন (০৩) নামে দু’জন দগ্ধ হয়েছে।

চাঁদপুর: চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডে সুনিল হরিজন (১৬) ও বীর হরিজন (০৩) নামে দু’জন দগ্ধ হয়েছে।

 

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলোনির বিধান হরিজনের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

দগ্ধরা হলো- রবি হরিজনের ছেলে সুনিল ও বিধান হরিজনের ছেলে শিশু বীর হরিজন।

বীরের বাবা বিধান হরিজন বাংলানিউজকে জানান, শীত নিবারণের জন্য সন্ধ্যায় বাড়ির সবাই খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। এ সময় হঠাৎ ঘরে আগুন ধরে যায়। এতে বীর ও সুনিল অগ্নিদগ্ধ হয়।

পরে তাদের উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) পহলদ বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।