ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় জোনাকী আর্ট ফেস্ট অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
আশুলিয়ায় জোনাকী আর্ট ফেস্ট অনুষ্ঠিত আশুলিয়ায় জোনাকী আর্ট ফেস্ট অনুষ্ঠিত

শিক্ষার পাশাপাশি প্রতিভা বিকাশে শিশুদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে জোনাকী আর্ট ফেস্ট- ২০১৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আশুলিয়া, সাভার: শিক্ষার পাশাপাশি প্রতিভা বিকাশে শিশুদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে জোনাকী আর্ট ফেস্ট- ২০১৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গাজীরচট আনোয়ার ইন্টারন্যাশনাল স্কুলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতোযোগিতায় তিনটি ইভেন্টে মোট ৮৯ জন শিক্ষার্থী অংশ নেয়। পরে সেরা ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

এ সময় টিম জোনাকীর প্রতিষ্ঠাতা পরিচালক সাইনুর রহমান শুভ বলেন, বর্তমানে শিশুদের শুধু পড়াশোনার মধ্যে থাকতে হয়। এতে করে শিশুরা তাদের ভেতরে থাকা প্রতিভা প্রকাশের সুযোগ পায় না। তাই আমরা তাদের ভেতরে থাকা প্রতিভা প্রকাশের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করেছি।
 
অনুষ্ঠানে টিম জোনাকীর সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।