ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধলেশ্বরী থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
ধলেশ্বরী থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জের লাকিরচর এলাকায় ধলেশ্বরী নদী থেকে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা জানান, বস্তাবন্দি মরদেহটি কম্বল দিয়ে পেঁচানের পর দড়ি দিয়ে বাঁধা ছিল। বস্তাটি উদ্ধারের পর ভেতরে মরদেহের সঙ্গে পাঁচটি পাথর পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশে বস্তায় পাথর ভরে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা।  

তিনি আরো জানান, নিহত ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে। আট-নয়দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।