ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হালুয়াঘাটকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা ডিসি’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
হালুয়াঘাটকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা ডিসি’র বাল্যবিয়ে মুক্ত ঘোষণায় শপথ অনুষ্ঠান- ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় স্কুল মাঠে উপজেলার কাজী, ইমামসহ সব শ্রেণি-পেশার মানুষকে বাল্যবিয়ে বিরোধী শপথ বাক্য পাঠ করিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এমএএএম/এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।