ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এমপি লিটন হত্যা জড়িত সন্দেহে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এমপি লিটন হত্যা জড়িত সন্দেহে আটক ৩

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলামকে লিটন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে সুন্দরগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। তবে মামলার তদন্তের স্বার্থে এদের কারও পরিচয় জানানো হয়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ওই তিনজনকে আটকের পর এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে আততায়ীর গুলিতে আহত হন লিটন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার মৃত ঘোষণা করেন লিটনকে।

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এইচএ/


আরও পড়ুন
**এমপি লিটনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক​
** এমপি লিটনের খুনিদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর​
** এমপি লিটনকে হত্যা: খাটের ওপর পড়ে আছে গুলির খোসা

** আততায়ীর গুলিতে নিহত গাইবান্ধার এমপি লিটন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।