ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় বই উৎসব অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
বরগুনায় বই উৎসব অনুষ্ঠিত বরগুনায় বই উৎসব অনুষ্ঠিত-ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনা সরকারি জিলা স্কুল ও বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল ৯টার দিকে বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বই উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-বরগুনা জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন-সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, পৌর মেয়র শাহাদাত হোসেন ও মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

পরে সকাল ১০টায় জিলা স্কুলের হলরুমে প্রধান শিক্ষিকা হাসিনা বেগমের সভাপতিত্বে এসব অতিথি সেখানে উপস্থিত হয়ে এ উৎসবে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।