ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পলিটেকনিক ছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পলিটেকনিক ছাত্রের মৃত্যু

ঢাকা: রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ার আবুল হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় রাকিব বখতিয়ার (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে। বখতিয়ার বেসরকারি প্রতিষ্ঠান আহসান উল্লাহ পলিটেনিক ইন্সটিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে বলেন, বখতিয়ার সকালে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনার শিকার হন। ধারণা করা হচ্ছে কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। তারপরও দুর্ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মশিউর রহমান।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এজেডএস/জিপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।