ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শার্শায় ওয়ান শ্যুটারগানসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
শার্শায় ওয়ান শ্যুটারগানসহ আটক ১

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ওয়ান শ্যুটারগানসহ রাসেল (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা শার্শার শিকারপুর বাজার থেকে শার্শা থানা পুলিশ তাকে আটক করে। তিনি শিকারপুর গ্রামের সোহার‍াব হোসেনের ছেলে।

পুলিশ জানায়, তাদের কাছে খবর আসে এক যুবক সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশে তার লোকজন নিয়ে শিকারপুর বাজারে পরামর্শ করছে। এসময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে রাসেল নামে ওই যুবককে আটক করে।

এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে কোমর থেকে একটি ওয়ান শ্যুটারগান পাওয়া যায়।

শার্শা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মামুনর রহমান বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এজেডএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।