ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে মাদকসেবীর কামড়ে দুই পুলিশ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
পিরোজপুরে মাদকসেবীর কামড়ে দুই পুলিশ আহত

পিরোজপুর: পিরোজপুরে জুবায়ের (২৫) নামে এক মাদকসেবীকে ধরতে গিয়ে তার কামড়ে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে পৌর এলাকার বৌদ্ধপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জুবায়ের পিরোজপুর পৌর এলাকার জিয়াউল আহসানের ছেলে।

পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বৌদ্ধপাড়া এলাকা থেকে ইয়াবাসহ জুবায়েরকে আটক করা হয়। এসময় জুবায়ের শরীর তল্লাশি করে ১২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককালে জুবায়ের সহকারী উপ পরিদর্শক (এএসআই) রুবেল ও এএসআই নাজির হোসেনকে জাপটে ধরে তাদের হাতে কামড় দেয়। এতে পুলিশে দুই কর্মকর্তা আহত হন।

অাহত নাজির হোসেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এবং রুবেল মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও মাদক আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।