ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে জাতীয় অন্ধ সংস্থার কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
ফেনীতে জাতীয় অন্ধ সংস্থার কমিটি গঠন জাতীয় অন্ধ সংস্থার কমিটির নেতারা। ছবি: বাংলানিউজ

ফেনী: জাতীয় অন্ধ সংস্থার ফেনী জেলা কার্য নিবাহী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২১ নভেম্বর) বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে আগের কমিটি বিলুপ্ত করে হাফেজ মো. আবুল খায়েরকে সভাপতি নাছির উদ্দিন সবুজকে সাধারণ সম্পাদক করে তিনবছর মেয়াদী ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অন্ধ সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবু আইয়ুব।



ফেনী জেলার সাবেক সভাপতি হাফেজ মো. আবুল খায়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, সুইট বাংলাদেশের ফেনী জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমীর কর, ফেনী পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কহিনুর আলম।
আলোচনা শেষে অতিথিরা ২০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদা ছড়ি বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।