ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কিস্তির টাকা দিতে না পারায় গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
কিস্তির টাকা দিতে না পারায় গৃহবধূর আত্মহত্যা

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্বামীর অটোরিকশা কিনে দেওয়ার কিস্তির টাকা জোগাড় করতে না পেরে স্ত্রী পিংকি বেগম (২০) আত্মহত্যা করেছেন। 

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পিংকির মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এরআগে সকালে উপজেলার দেউলভোগ দয়হাটা গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনার পর স্বামী সবুজকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, পিংকি এনজিও থেকে ঋণ নিয়ে তার স্বামীকে অটোরিকশা কিনে দেন। স্বামী অটোরিকশা চালিয়ে সংসারের খরচসহ কিস্তির টাকা সময় মতো পরিশোধ করতে পারতেন না। এ নিয়ে প্রায়ই তাদের সঙ্গে ঝগড়া হতো। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে কিস্তির টাকা জোগাড় করতে না পেরে পিংকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদ উদ্দিন বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য পিংকির মরদেহ মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।