ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নিজের চালানো ট্রলিতে প্রাণ গেল স্কুলছাত্রের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
নিজের চালানো ট্রলিতে প্রাণ গেল স্কুলছাত্রের নিজের চালানো ট্রলিতে প্রাণ গেল স্কুলছাত্রের

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ধান বোঝাই ট্রলি প্রাণ কেড়ে নিলো হযরত আলী আলিফ (১৪) নামের এক স্কুল ছাত্রের। ট্রলিটি নিজেই চালিয়ে আসছিলেন আলিফ।

আলিফ নন্দীগ্রাম সদর ইউনিয়নের গোছন গ্রামের মিঠু মিয়ার ছেলে ও ডেরাহার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র ছিলেন।

বুধবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারী বারেক দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যায় উপজেলার কদমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্কুলছাত্র আলিফ নিজে নানার বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ গ্রাম থেকে ধান বোঝাই একটি ট্রলি চালিয়ে নিজ বাড়ি গোছন গ্রামে নিয়ে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই আলিফ মারা যায়।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এমবিএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।