ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দুই হাজার মুরগিসহ খামার পোড়ালো দুর্বৃত্তরা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
দুই হাজার মুরগিসহ খামার পোড়ালো দুর্বৃত্তরা 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তরা দুই হাজার মুরগিসহ একটি খামার পুড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বুধাবর (২২ নভেম্বর) দিবাগত গভীর রাতে বৈদ্যেরবাজার ইউনিয়নের দিঘিচাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন খামার মালিক আমিনুল ইসলাম।

অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

থানার অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের নিজামউদ্দিনের ছেলে আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে বাড়ির পাশে একটি মুরগির ফার্ম দিয়ে ব্যবসা করে আসছিলেন। বুধবার রাতে ফার্মে থাকা মুরগিগুলোকে খাবার খাইয়ে পার্শ্ববর্তী হামছাদী বাজারে যান। এ সুযোগে দুর্বৃত্তরা ফার্মে আগুন দিয়ে পালিয়ে যায়।  

আগুন দেখে আশপাশের লোকজন জড়ো হয়ে নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পুড়ে যায় মুরগিসহ ঘরটি।  

এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে ফার্মের মালিক আমিনুল ইসলামের বাবা নিজামউদ্দিন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
আমিনুল ইসলাম জানান, বেকারত্ব দূর করার জন্য প্রশিক্ষণ নিয়ে মুরগি পালনের কাজ শুরু করি। শত্রুতা করে আমার অর্থনৈতিক ক্ষতি সাধনের জন্য দুর্বৃত্তরা আমার ফার্মে আগুন দেয়। এতে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
 
সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরশাদ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কেরোসিন তেলের বোতল ও আগুন দেওয়ার বাঁশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।