ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তাদের অপর এক বন্ধু। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল খালেক মৃধার ছেলে কাঞ্চন মৃধা (৩০) ও কাদিরপুর ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের ইসমাইল মোড়লের ছেলে রুবেল মোড়ল (২৯)।

 

আহত বিপ্লব মাতুব্বরকে (২৯) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, রাতে মানিকপুর এলাকায় রাস্তার মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মধ্যে কাঞ্চন ও রুবেল মারা যান। এতে আহত হন অপর বন্ধু বিপ্লব।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।