ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে অটোরিকশার ধাক্কায় প্রতিবন্ধী শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
আদিতমারীতে অটোরিকশার ধাক্কায় প্রতিবন্ধী শিশু নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অটোরিকশার ধাক্কায় মাধব চন্দ্র (১২) নামে একটি প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহিষখোচা মহিষাশহর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মাধব চন্দ্র উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের ধনেশ্বর চন্দ্রের ছেলে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বাংলানিউজকে জানান, সকালে মহিষাশহর এলাকায় একটি অটোরিকশা পথচারী মাধবকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।