ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে কেনা জমির দখল নিতে গিয়ে হামলায় আহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
বদরগঞ্জে কেনা জমির দখল নিতে গিয়ে হামলায় আহত ৫

রংপুর: রংপুরের বদরগঞ্জে কেনা জমির দখল নিতে গিয়ে হামলায় আহত হয়েছেন কৃষক হাছেন আলিসহ তার পরিবারের ৫ সদস্য।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার কালুপাড়া ইউপির দাড়িয়ার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই গ্রামের রুহুল আমিন ২০১৫ সালে প্রতিবেশি হাছেন আলির কাছে ১০ শতাংশ জমি বিক্রি করেন।

পরবর্তীতে রুহুলের কাছে জমি বুঝিয়ে দেওয়ার কথা বললেও তিনি দেননি। শুক্রবার সকালে হাছেন 
জমিতে চাষ করতে গেলে রুহুলের নির্দেশে তার ভাই ও ছেলেরা হাছেনসহ তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারতে থাকে। এতে গুরুতর আহত হন হাছেনসহ তার পরিবারের ৫ সদস্য। এলাকাবাসী আহতদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে জমি বিক্রেতা রুহুল জমি বিক্রির কথা স্বীকার করলেও কবে নাগাদ জমি হাছেনের কাছে হস্তান্তর করবেন তা জানাননি।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. পংকজ জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।