ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬, আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
কমলগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬, আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের জলিলীয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্বাস মিয়া (৬০), পিয়ারা বেগম (২৬), জাহানারা বেগম (২৩), ফারুক মিয়া (৩৬), সালামত উল্ল্যা (৩৫) ও মনির মিয়া (৩৬)।

তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটকরা হলেন- উপজেলার পতনউষা গ্রামের আব্দুস শহিদ (৪০), আলীনগর ইউনিয়নের জলিলীয়া গ্রামের রিয়াসত উল্ল্যার ছেলে রহমত মিয়া ও নছু মিয়া।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে জলিলীয়া গ্রামের রসমত উল্ল্যা ও আব্বাস মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।