ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বারী সিদ্দিকীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
বারী সিদ্দিকীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

ঢাকা: বিশিষ্ট সঙ্গীত সাধক, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (২৪ নভেম্বর) একবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় সাইফুল হক বলেন, অসংখ্য শ্রোতানন্দিত গানের এ গায়কের মৃত্যুতে দেশ একগুণী শিল্পীকে হারালো।

তার এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। যতোদিন লোকসঙ্গীত থাকবে, ততোদিন তিনি বেঁচে থাকবেন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন সাইফুল হক।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।