ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
গজারিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় গ্রেফতার ১

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. রহুল আমিন প্রধান (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে হোগলাকান্দি গ্রাম থেকে মামলার এজাহার নামীয় ওই আসামিকে গ্রেফতার করা হয়।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর বাবা ও চাচাকে পিটিয়ে আহত করে রিয়াদ হোসেন (২৭) নামে এক বখাটে ও তার চার সহযোগী।

ঘটনার দিনই সন্ধ্যায় ওই ছাত্রীর দাদা বশির উদ্দিন বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশীদ বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত মো. রহুল আমিন প্রধান অভিযুক্ত বখাটে রিয়াদের নানা।

স্থানীয় প্রতিবেশীরা বাংলানিউজকে জানান, রিয়াদ এলাকায় বিভিন্ন মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করে আসছে। তার নানা রহুল আমিনের কাছে বিচার দিলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।