ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
হাতীবান্ধায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় অনুপমা রায় (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার নওদাবাস ইউনিয়নের দোলাপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অনুপমা ওই গ্রামের ভুপেন চন্দ্র রায়ের মেয়ে এবং গেন্দুকুড়ি আইডিয়াল মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

নওদাবাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অশ্নীকুমার বসুনিয়া বাংলানিউজকে জানান, বাবা-মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় সকাল থেকে বাড়িতে একা ছিল অনুপমা। বিকেলে তারা বাড়ি ফিরে ঘরের আঁড়ার সঙ্গে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।