ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
বগুড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বগুড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে অনু্ষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা; ছবি-আরিফ জাহান

বগুড়া: বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ায় বগুড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বেলা ১০ টার দিকে শহরের জিলা স্কুল মাঠ থেকে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রাণকেন্দ্র সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে আনন্দ শোভাযাত্রাটি আবারও জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

এর আগে জিলা স্কুলের ভেতরে অবস্থিত আমিনুল হক দুলাল অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাসহ নানা শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

কর্মসূচিতে স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম, জেলার পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি) মো. আসাদুজ্জামান বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য আসাদুর রহমান দুলু, পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।