ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
বগুড়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির মানববন্ধন বগুড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন- ছবি: আরিফ জাহান

বগুড়া: ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ শ্লোগান সামনে রেখে বগুড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথা এ কর্মসূচি পালন করা হয়।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যলয় বগুড়ার সহযোগিতায় সনজু রায়ের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন- জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক সচিব আব্দুর রহিম, সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক, সহ-সভাপতি মাহফুজ আরা নিভা, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির সহ-সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত তালুকদার, ইমতিয়াজ আহমেদ, বাবুল আকতার, নূর দিয়া জাহান, নিতা, অ্যাডভোকেট সোহানা রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি বন্ধে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।  

সব ধরনের দুর্নীতি বন্ধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।