ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবিতে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
ঢাবিতে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী প্রদর্শনীতে ৭ মার্চের ভাষণের বিভিন্ন মুহূর্তের চিত্র তুলে ধরা হয়েছে- ছবি- ডি এইচ বাদল

ঢাকা বিশ্ববিদ্যালয়: বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
 

শনিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মাঠে এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

 

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল প্রমুখ।
 
চিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের বিভিন্ন দৃশ্য উপস্থাপন করা হয়েছে। লাঠি হাতে জনতার মিছিল, ধানমন্ডির ৩২ নং থেকে বঙ্গবন্ধুর যাত্রা, ভাষণের আগে চিন্তামগ্ন বঙ্গবন্ধু, জনসভার উপস্থিতি, আদিবাসীদের অংশগ্রহণ, প্রধানমন্ত্রীর বিবৃতি, কবি নির্মলেন্দু গুণের কবিতার অংশ বিশেষ তুলে ধরা হয়েছে।
 
বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্র দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফটোগ্রাফি ও চলচ্চিত্র বিভাগের ছাত্র রাসেল রানা সোহেল। তিনি বলেন, আমরা ৭১ সালের ৭ মার্চ দেখিনি। আজকের এ প্রদর্শনীর মাধ্যমে আমরা সে দিনটিকে উপলব্ধি করতে পারছি। বঙ্গবন্ধুর এক ভাষণে বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো।
 
বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কোর ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি অর্জন করায় দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা করে টিএসসিতে আসেন শিক্ষক-শিক্ষার্থীরা।
 
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫,২০১৭
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।