ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে ডিবি'র মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে ডিবি'র মতবিনিময় ডিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভা

নওগাঁ: নওগাঁ জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং অনলাইন নিউজপোর্টালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত ওসি আব্দুর রফিক।

এ সময় অন্যান্যের মধ্যে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  তোরিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোসারাফ হোসেন জুয়েল বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজপোর্টালের সাংবাদিকবৃন্দ এবং ডিবির সব সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলায় মাদক, ছিনতাই ও জঙ্গিবাদসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড শতভাগ দমনে আলোচনা করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।