ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৭ই মার্চের ভাষণ স্বীকৃতিতে লক্ষ্মীপুরে শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
৭ই মার্চের ভাষণ স্বীকৃতিতে লক্ষ্মীপুরে শোভাযাত্রা সার্কিট হাউজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ

লক্ষ্মীপুর: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি  উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়।  

পরে শহরের উত্তর তেমুহনী এলাকায় থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক হোমায়ারা বেগমের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।
 
বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুস চাত্তার, জেলা সিভিল সার্জন মোস্তফা খালেদ আহমেদ,  পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার কাজল কান্তি দাস।
 
জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের সদস্য ফরিদা ইয়াসমিন লিকা প্রমুখ।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ওপর চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পিরা সংগীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।