ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে সিংগাইরে ৭ই মার্চের স্বীকৃতি উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
নানা আয়োজনে সিংগাইরে ৭ই মার্চের স্বীকৃতি উদযাপন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. যোবায়েরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।

এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবিদুর রহমান রোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন উপস্থিত ছিলেন।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ২৩ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।