ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে রোগের যন্ত্রণা সইতে না পেরে যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
কুড়িগ্রামে রোগের যন্ত্রণা সইতে না পেরে যুবকের আত্মহত্যা কুড়িগ্রামের মানচিত্র

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মৃগী রোগের যন্ত্রণা সইতে না পেরে আমিনুল ইসলাম (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। 

শনিবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আমিনুল কুটিচন্দ্রখানা গ্রামের আফছার আলীর ছেলে।

নিহতের নানা ফয়েজ উদ্দিনের বরাত দিয়ে পুলিশ জানায়, র্দীঘদিন ধরে মৃগী রোগের যন্ত্রণায় ভুগছিলেন আমিনুল। শনিবার ভোরে মৃগী রোগের যন্ত্রণা সইতে না পেরে পরিবারের সবাইর অজান্তে ঘরের তীরের সঙ্গে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে আমিনুল। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, আত্মহত্যার ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।