ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
কালীগঞ্জে সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে ইদ্রীস আলী (৫৯) নামে এক বছরের সাজার আদেশপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইদ্রীস ওই এলাকার বাসিন্দা।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাজু আহমেদ বাংলানিউজকে জানান, ২০১১ সালে মারধরের ঘটনায় কালীগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় ইদ্রীসকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। সাজার পর থেকে পলাতক ছিলেন ইদ্রীস। গোপন সংবাদের ভিত্তিতে সকালে মহিষামুরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলের আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।