ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দাদার কবরের পাশে শায়িত হলেন আহমেদ কামাল 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
দাদার কবরের পাশে শায়িত হলেন আহমেদ কামাল 

ঢাকা: দাদার কবরের পাশে শায়িত হলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল।

শনিবার (২৫ নভেম্বর) বগুড়ার গাবতলীতে বাদ জোহর জানাজা শেষে আহমেদ কামালের দাফন সম্পন্ন হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।  
 
এর আগে শুক্রবার ২৪ (নভেম্বর) বাদ জুম্মা জাতীয় বায়তুল মোকাররম মসজিদে প্রথম নামাজে জানাজার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষেও মহাসচিব আলাদা পুস্পস্তবক অর্পন করেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে মরদেহ অ্যাম্বুলেন্সে করে বগুড়ার গাবতলীতে নেওয়া হয়। দাফনের সময় সেখানে চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বৃহস্পতিবার (২৩ নভেম্বর)  বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর বাসাবো নিজ বাসায় ইন্তেকাল করেন আহমেদ কামাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি অনেকদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২৫,২০১৭
এএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।