ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভাষণ স্বীকৃতিতে বদরগঞ্জে শোভাযাত্রা-আলোচনা সভা

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
ভাষণ স্বীকৃতিতে বদরগঞ্জে শোভাযাত্রা-আলোচনা সভা

রংপুর: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি অর্জন করায় বদরগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।  

শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা হলরুমে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরি ডিউক।

আনন্দ শোভাযাত্রায় অংশ নেন- বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, রুবিনা আখতার, পৌর মেয়র উত্তম সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী, বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার প্রমুখ।

এছাড়া উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ১০ ইউপি চেয়ারম্যানসহ সরকারি কর্মকর্তা-কর্মচারিরা শোভাযাত্রায় অংশ নেয়।

এ সময় বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির (বিজ্ঞান) ছাত্রী জান্নাতি কুলসুম কুসুম তার নিজের কণ্ঠে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুনিয়ে  উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।