ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ট্রাকচাপায় প্রাইভেটকার আরোহী শিশু নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
নাটোরে ট্রাকচাপায় প্রাইভেটকার আরোহী শিশু নিহত 

নাটোর: নাটোরে ট্রাকের চাপায় প্রাইভেটকারে থাকা ইসা (০২) নামে একটি শিশু নিহত হয়েছে। সে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক (সিনিয়র কেমিস্ট) আতাউর রহমানের (৩৫) মেয়ে। 

এ দুর্ঘটনায় আতাউর ও তার পরিবারের সদস্যসহ আরো পাঁচজন আহত হয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গাজির বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অপর আহতরা হলেন-আতাউরের স্ত্রী রেজওয়ানা আরেফিন (২৪), ছোট ভাই মোস্তাফিজুর রহমান মানিক (৩০), শ্যালক সুমন (৩৫) ও প্রাইভেটকার চালক বগুড়ার বনির মোড় এলাকার আলমঙ্গীর হোসেনের ছেলে রবিন (২৮)। আতাউরের বাড়ি ঝিনাইদহের হাতুরিয়া বাজার এলাকায় এবং তার শ্যালক সুমনের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায়।

পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় বগুড়া কার্যালয়ের পরিচালক মো. আশরাফুজ্জামান ও হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।  

তারা বাংলানিউজকে জানান, আতাউর তার চাচা শ্বশুরকে দাফন করার জন্য সকালে পরিবার নিয়ে প্রাইভেটকারে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে গাজির বিল এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের প্রাইভেটকারকে চাপা দেয়। এতে ইসাসহ প্রাইভেটকারের সবাই আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইসা।  

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।