ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ডিআরইউ বেস্ট রিপোর্টিং পুরস্কার পেলেন বাংলানিউজের সিরাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
ডিআরইউ বেস্ট রিপোর্টিং পুরস্কার পেলেন বাংলানিউজের সিরাজ কর্মস্থলে সেরাজুল ইসলাম সিরাজ

ঢাকা: রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০১৭’ পেয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্পেশাল করেসপন্ডেন্ট সেরাজুল ইসলাম সিরাজ। এবার ২৭টি ক্যাটাগরিতে ২৯ জনকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) সকালে ডিআরইউর ‘স্বাধীনতা হলে’ সিরাজের হাতে এ সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।  

এসময় উপস্থিত ছিলেন- ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, জুরি বোর্ডের চেয়ারম্যান ও ডিআরইউ’র সাবেক সভাপতি শাহজাহান সরদার, ডিআরইউ’র অর্থ সম্পাদক মানিক মুনতাসির প্রমুখ।

অনলাইন ক্যাটাগরিতে মানবাধিকার বিষয়ক রিপোর্টের জন্য এবার এ সম্মাননা পেলেন বাংলানিউজের চিফ অব করেসপন্ডেন্টস হিসেবে দায়িত্বরত সিরাজ। সম্মাননা হিসেবে প্রত্যেক‌কে ৫০ হাজার টাকা এবং একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়। যারা যৌথভাবে নির্বাচিত হয়েছেন তাদের প্র‌ত্যেক‌কে ২৫ হাজার টাকা সম্মাননা হিসেবে দেওয়া হয়।

তথ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন সিরাজ-ছবি- শোয়েব মিথুনঅনলাইন ক্যাটাগরির নারী, শিশু ও মানবাধিকার বিষয়ক রিপোর্টিংয়ে বাংলানিউজটোয়েন্টিফোর.কমে প্রকাশিত ‘মালয়েশিয়ার প্রবাসীদের সহি আমলনামা’ শীর্ষক রিপোর্টের জন্য নির্বাচিত হন সিরাজ।

সংবাদপত্রে শিক্ষা বিষয়ক ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন নয়াদিগন্তের মেহেদী হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক রিপোর্টিংয়ে ডেইলি স্টারের মাসুম আলী মোল্লা, অর্থনীতি বিষয়ক রিপোর্টিংয়ে ঢাকা ট্রি‌বিউ‌নের ইব্রাহিম হুসাইন, নগর সমস্যা ও সম্ভাবনায় ডেইলি স্টারের হেলেমুল আলম, অপরাধ বিষয়ক রিপোর্টিংয়ে প্রথম আলোর রোজিনা ইসলাম, সংসদ ও নির্বাচন কমিশন রিপোর্টিংয়ে কালের কণ্ঠের কাজী হাফিজ, বিদ্যুৎ জ্বালানিতে ফিনান্সিয়াল এক্স‌প্রেসের আজিজুর রহমান রিপন পুরস্কার পান।

এছাড়া বৈদেশিক সম্পর্ক বিষয়ে যৌথভাবে ডেইলি স্টারের সাখাওয়াত লিটন ও ইনাম আহমেদ, ক্রীড়া রিপোর্টিংয়ে প্রথম আলোর মাসুদ আলম, স্বাস্থ্য বিষয়ক রিপোর্টিংয়ে ডেইলি স্টারের কলিমুল পালমা, রাজনীতি বিষয় রিপোর্টিংয়ে  সমকালের আবু সালেহ রনি, কৃষি ও পানিতে জনকণ্ঠের কাওসার রহমান,  ইতিহাস ও ঐতিহ্যে মানবকণ্ঠের এম মামুন হোসেন, ব্যাংকিং ও অর্থনীতিতে ভোরের কাগজের মরিয়ম সেজুতি, নারী-শিশুতে যৌথভাবে যুগান্তরের শিপন হাবিব ও সমকালের সাজিদা ইসলাম পারুল।

ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ টেলিভিশনে অর্থনীতি বিষয়ক রিপোর্টিংয়ে চ্যানেল২৪ এর ফারুক আহমেদ মেহদী, নগর সমস্যা ও সম্ভাবনায় মাছরাঙ্গা টিভির বরুদ্দোজা বাবু, অপরাধ বিষয়ক রিপোর্টিংয়ে একাত্তর টিভি'র পারভেজ নাদির রেজা,  তথ্য  ও যোগাযোগ  প্রযুক্তিতে এনটিভি'র এমএম ইসলাম মাইদুল, ক্রীড়া রিপোর্টিংয়ে এসএ টিভির শফিকুল আলম শিপু, দুর্নীতি বিষয়ক প্রতিবেদনে ইন্ডিপেন্ডেন্ট টিভির মাহবুব আলম লাভলু, নারী-শিশু ক্যাটাগরিতে চ্যানেল২৪ এর মাসুদুর রহমান, স্বাস্থ্য খাতে এনটিভি'র হাসান জাবেদ।

অনলাইন ক্যাটাগরিতে

মানবাধিকারে বাংলানিউজের সেরাজুল ইসলাম সিরাজ, উন্নয়ন ও সমস্যা রিপোর্টিংয়ে রাইজিং বিডি'র রফিকুল ইসলাম মন্টু, তথ্য ও যোগাযোগ খাতে জাগো নিউজের সাঈদ শিপন, রেডিও-তে আহরার হোসেন।

প্রবাসীদের সহি আমলনামা-২
প্রবাসীদের সহি আমলনামা-৩
প্রবাসীদের সহি আমলনামা-৫

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।