ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
মৌলভীবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মৌলভীবাজার: মৌলভীবাজারের নুরজাহান প্রাইভেট হাসপাতালে ভুল অপারেশনে পপি রানি পাল (২২) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৬ নভেম্বর) ভোর ৪টার দিকে সিলেট পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

মৃত পপি রানি সদর উপজেলার মনোরকোনা গ্রামের সিন্টু পালের স্ত্রী।

 

নিহত পপি রানির ভাই রিপন পাল বাংলানিউজকে জানান, শুক্রবার (২৪ নভেম্বর) রাতে সন্তান প্রসবের জন্য পপিকে নুরজাহান প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি একটি মেয়ের জন্ম দেন। তার অপারেশন করেন ডা. ফারজানা হক পর্ণা। পরে ভোরে অতিরিক্ত রক্তক্ষরণ হলে তড়িঘড়ি করে রোগীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওসমানী মেডিকেলের চিকিৎসক তখন রোগীর ভুল অপারেশনের কথা উল্লেখ করে তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সময় সল্পতার কারণে তাকে ঢাকা না নিয়ে সিলেট পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।  

এ ব্যাপারে ডা. ফারজানা হক পর্ণার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার সহকারী জানান, ডা. পর্ণা অপারেশনে ব্যস্ত আছেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ওই হাসপাতাল পরিদর্শন করেছে। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেবো।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।