ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে মাদকবিরোধী অভিযানে ২ নারীসহ আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
চৌদ্দগ্রামে মাদকবিরোধী অভিযানে ২ নারীসহ আটক ৭

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে দুইজন নারী রয়েছেন।

আটকরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী মানু বেগম(৫০), আলী হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৩৫), গোমারবাড়ি এলাকার অলি আহম্মদের ছেলে আবদুল জলিল(২৫), আবদুল খালেকের ছেলে সোহাগ(২৮), শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের জালাল আহম্মদের ছেলে রাকিব(২২), বাতিসা ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন(২৬) ও ওয়ারেন্টভুক্ত পৌরসভার পূর্ব ধনমুড়ি গ্রামের আবদুল হামিদের পুত্র আমজাদ হোসেন প্রকাশ মাহবুব(৩৫)।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) মোড়ল মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্নস্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে মানু বেগম ও জাহানারা বেগমের ঘর থেকে গাঁজা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।