ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘খুব শিগগিরই নবম ওয়েজ বোর্ড’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
‘খুব শিগগিরই নবম ওয়েজ বোর্ড’ প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজ

ঢাকা:  দেশের সকল সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সকল শ্রেণীর সাংবাদিক-কর্মচারীদের জন্য নবম ওয়েজ বোর্ড ঘোষণা সময়ের ব্যাপার মাত্র বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 

তিনি বলেছেন, ‘সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে প্রধানমন্ত্রী সংবেদনশীল। আমরাও চাই, বেতন কাঠামো চূড়ান্ত করতে, মালিকপক্ষও ইতিবাচক।

খুব শিগগিরই নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে’।
 
রোববার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্বাধীনতা হলে ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৭’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, সাবেক সভাপতি শাহাজাহান সরদারসহ সাংবাদিক নেতারা।
 
তথ্যমন্ত্রী বলেন, ‘আইন অনুসারে প্রতি ৫ বছর পর পর সাংবাদিকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা হয়ে থাকে। সে অনুসারে ৫ বছরের মাথায় নবম ওয়েজ বোর্ড পাবেন সাংবাদিকরা। এটি এখন সময়ের ব্যাপার মাত্র, শিগগিরই ঘোষণা করা হবে। তবে আগামী বছরের ০৯ সেপ্টেম্বরের আগে নবম ওয়েজ বোর্ড চূড়ান্ত হওয়া উচিত বলে আমি মনে করি’।
 
২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর দেশের সকল সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সকল শ্রেণীর সাংবাদিক-কর্মচারীদের জন্য ৮ম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ করে সরকার। ওই ওয়েজ বোর্ডে সকল শ্রেণীতে ৭৫ শতাংশ হারে বেতন বেড়েছিল। ওই বছরের ১১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয় অষ্টম ওয়েজ বোর্ড।
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এসএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।