ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে দুই মাদক বিক্রেতা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
রূপগঞ্জে দুই মাদক বিক্রেতা আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার শান্তিনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক বিক্রেতারা হলেন-বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার ওলাইন্না এলাকার আব্দুর রশিদ সরকারের ছেলে ফিরোজ মিয়া ও শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার কেলিরচর এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে জানু মিয়া।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, শান্তিনগর এলাকায় ফিরোজ মিয়া ও জানু মিয়াকে সন্দেহ হওয়ায় তাদের দেহ তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

এর আগে পুলিশের কাছে সংবাদ ছিল ওই দুইজন শান্তিনগরসহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।