ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে মাদক মামলায় যুবক কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
শ্রীমঙ্গলে মাদক মামলায় যুবক কারাগারে

মৌলভীবাজার: মোলভীবাজারের শ্রীমঙ্গলে ৫০ কেজি গাঁজাসহ আটক যুবক ইউনুস মিয়াকে (২৮) মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে শ্রীমঙ্গল স্টেশনে ঢাকাগামী জালালাবাদ ট্রেন তাকে আটক করা হয়।

ইউনুস হবিগঞ্জের মাধবপুর উপজেলার চকরাজেন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমান হবিরের ছেলে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শ্রীমঙ্গল স্টেশনে ঢাকাগামী জালালাবাদ ট্রেন থেকে ৫০ কেজি গাঁজাসহ ইউনুসকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।