ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে ৪ মাদকসেবীকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
বদরগঞ্জে ৪ মাদকসেবীকে জরিমানা

রংপুর: বদরগঞ্জে চার মাদকসেবীকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রাশেদুল হক এ জরিমানা আদায় করেন।

দণ্ডপ্রাপ্ত মাদকসেবীরা হলেন- উপজেলার লোহানীপাড়া ইউপির চরকডাঙ্গা গ্রামের মারসিলি উসের ছেলে কেলভিন (২৫), লায়োরেস মুরমুরের ছেলে দবির মুরমুর (৪২), কনেরসি বাসকের ছেলে টনে বাসক (২৬) ও আনতা টুডোর ছেলে আলবার টুডো (৪৮)।

এদের প্রত্যেকে মাদক সেবনের অপরাধে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রংপুর-খ সার্কেল আ. রহিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।